ছড়া

কে যাবি

মঞ্জুর মোর্শেদ রুমন

আয়রে খোকা আয়রে খুকু

আয়রে তোরা আয়,

কে যাবি আজ অচিনপুরে

আমার ডিঙি নায়।

শাপলা আছে শালুক আছে

তিনপ্রহরের বিল

সাতটি রঙের রঙধনুতে

আলোর ঝিলিমিল!

বক শালিকের ব্যস্ত ডানায়

ছুঁবি আকাশখানি,

দূর পাহাড়ের ঝর্ণা থেকে

ছন্দ দেবো আনি।

পথে পথে ছড়িয়ে দিয়ে

আলোর রোশনাই,

আয়রে খোকা আয়রে খুকু

সময় বয়ে যায়।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment