তোমার অপেক্ষায় বৃক্ষশূন্য হবে উদ্যান
পাখ-পাখালিরা উড়ে যাবে বহু দূরে,
কাঠবিড়ালির চঞ্চলতাও যাবে থেমে
বলাকারা জোড় ছেড়ে হারাবে নীলে।
কবিতা হারাবে অমিত্রাক্ষর, ছন্দের গতি
শুধু তোমাকে পাওয়ার জন্য হে প্রেয়সী,
অবহেলায় হারিয়ে যাওয়া বিমূর্ত ছবি
আমি যেনো তীর্থের কাক, তুমি পূণ্য ভূমি।
তুমি এলে বালুকাময় বাগানেও ফুটবে ফুল
অপেক্ষার প্রহর শেষে আমি হবো মশগুল,
ধীর-অধীর অপেক্ষায় বসে আছি বাতায়নে
দেহ-মনে উত্তেজনা, মোহময় আবেশে।
এক পিয়াসী প্রেমিক আমি, জীবন্ত সফেন
বৃথা এই দেহ-মন, জীবনের সব লেনদেন,
তুমি এবার মৃত্তিকার মতো নির্মল হও নারী
চাতকির মতো তৃষ্ণার্ত হও,আমি মেঘবারি।
পথ যেমন পর হয় না পথিকের কোনোদিন
আমিও বিলীন হবো তোমাতে নিশিদিন,
আমি হবো প্রিয়ার হাতের কাঁকন রিনিঝিনি
নতুন আলোর ভোর দেবো, মধুর যামিনী।
তারিখঃ ১২/০৯/২০২২
আপনার মন্তব্য লিখুন