অামরা খালি পায়ে হাঁটলে ইটের খোয়ার অাঘাতে চামড়া ছিলে যায়। অার উনারে হাঁটলে সেই খোয়া পায়ের অাঘাতে গুড়ো হয়ে যায়।
অাল্লাহর কাছে হাজারও শুকরিয়া, কারণ শত কষ্টের মাঝেও এসব মানুষ সংগ্রাম করে জীবন চালিয়ে যাচ্ছেন। কিন্তু খারাপ পথ বেছে নিচ্ছেন না। বৈধপথে যা অায় করছেন তা দিয়েই সংসার চালাচ্ছেন। অথচ কিছু কিছু মানুষ সামান্যতেই হতাশ হয়ে খারাপ পথে পা বাড়াচ্ছেন। কেউ অাবার অাত্মহত্যাও করছেন। জীবনে বড় হওয়ার জন্য যেমন বড় মানুষগুলোকে অনুসরণ করা উচিত। তেমনি বড় হওয়ার ইচ্ছে শক্তিটাকে অারও মজবুত করার জন্য দিনমজুর শ্রেণির এসব মানুষকেও অনুসরণ করা দরকার। বড় না হলেও অন্তত হতাশ হয়ে পৃথিবী ছাড়ার কথা একবারও মনে হবে না।
গতকাল রাত সাড়ে ১০ গুলশান ১ থেকে ছবিটি তোলা।
#mahabur alam
আপনার মন্তব্য লিখুন