কবিতা

আজও মনে পড়ে || মজনু মিয়া

সেদিনও বিমর্ষ ছিলে
লজ্জায় গুটিয়ে ছিলে,
আড় চোখে দেখে ছিলাম তা
সান্ত্বনা দেবার মত;
কোনো কথাই ছিলো না তো।

আজ পরিপূর্ণ তুমি সেই
বসন্তে মাতাল থাকো,
পাহাড় নদী ডিঙিয়ে যাও
নির্ভিক এক মানব রূপে;
আমি আজ শুধুই তাকিয়ে থাকি।

আমার সুখ দুঃখ বুঝার ভাণ
এখন তুমি বুঝো ঠিক,
তোমার স্পর্শতায় আমার
ভিতরটা জুড়িয়ে যায়;
আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেই।

তুমি জীবন মরণে থেকো
এত টুকুই চাওয়া হে দেবী।

মির্জাপুর
টাংগাইল