আমি চেয়েছি তোমার জন্য রৌদ্রমাখা ভোর
পাখির গানে মুখরিত হয়ে কাটবে ঘুমের ঘোর,
আমি চেয়েছি জীবনটা হোক শুধুই সরলরেখা
নির্জনতায় মুখোমুখি বসে বলবো মনের কথা।
আমি চেয়েছি তোমার জন্য ছায়াঘেরা একদুপুর
দোলনায় দোলে কাটিয়ে দেবো হাসিতে ভরপুর,
গাছেরছায়ায় বিছানাপেতে কাটিয়ে দেবো বেলা
না হয় কাটাবো মধ্যপুকুরে, ডুবসাঁতারের খেলা।
ক্লান্ত বিকেলে পরিযায়ী পাখি দেখিবো ঘুরে ঘুরে
কোন্ ভালবাসায় এতদূর এলি পাখায় ভরকরে,
তোদের কী নাই আমাদের মতো এমন সুখেরঘর
ভালবাসা যেথায় বাস করে সারাটি জীবনভর।
ছোট্ট ঘরে ফিরবো তখন সবে সন্ধ্যা হলো
জোনাকপোকা করবেখেলা সংগে নিয়ে আলো,
পাখির কলতান বন্ধ হলে আমরা ধরিবো গান
সন্ধ্যাতারার আলোতে তুমি খুঁজে পাবে নবপ্রাণ।
সারা রাত ধরে গল্পে মাতিবো, সৃষ্টির কথামালা
আধোআধো ঘুমে পার করিবো পুরোরাত্রিবেলা,
সুখ-দুঃখের জীবন মোদের এভাবেই বয়ে যাবে
আমি চেয়েছি সারাটি জীবন তুমিই সংগে রবে।
আপনার মন্তব্য লিখুন