ছড়া

আমার প্রিয় দেশ || এস এম মুকুল

সূর্যের সোনারঙ সোনাফলা মাটি
আমাদের দেশটা তার চেয়ে খাঁটি।

পুকুর নদী আর হাওড়ের জলে
মাছে ভরা জল যেন ঢেউয়ে কলকলে।

শ্যামল ছায়ায় ঘেরা শীতল বাতাস
গাছে গাছে,ফুল-ফল ফলে বারো মাস।

পাখিদের কলরব গান ভরা সুরে
সূর্যের আলো হাসে শিশিরের ভোরে।

গাছের সবুজ পাতা সবুজের মাঠ
নদীর ঘাটে,বটতলে ছোট ছোট হাট।

এই প্রিয় দেশটার কতো রঙ ছবি
যাই দেখি সুন্দর ভালো লাগে সবি।