কবিতা

আমার শহরে || সোহেল হামজাহ্

আমার শহরে গভীর নিশিতে
দুঃখবিলাসীদের হাট বসে
আমার শহরে দূর প্রান্ত হতে
চেনা অচেনা লোক আসে।

আমার শহরে ভোররাতে 
শতশত লোকেদের ঢল নামে
আমার শহরে দুঃখ-বেদনা
বেচাকেনা হয় সুখের দামে।

আমার শহরে ভালোবাসারা
আসে ফুলেরতোড়া হাতে
আমার শহরে প্রেম বিনিময়
করে হৃদয়েরা প্রতি রাতে।

আমার শহরে স্বপ্নরূপে মৃত্যু এসে
ভাঙ্গে জীবন সংসার
আমার শহরে শুনাযায় বোবাকান্না
আর আত্মচিৎকার।

আমার শহরে সুরেরটান
পাখিরগান ভেসে আসে কানে
আমার শহরে বিবেক বুদ্ধি
অজ্ঞান হয় বিষাদের ঘ্রাণে।

আমার শহরে ক্ষমতাসীন
দেশপ্রেমী লোকে রাজ করে
আমার শহরে গরিব দুঃখী
লোকেরা স্বপ্ন সাজিয়ে মরে।

আমার শহরে গোপনে 
রক্তে মাখা যৌবনের খেলা চলে
আমার শহরে স্বপ্ন ভাঙে গড়ে
অন্তরটাও পুড়ে অনলে।

আমার শহরে অশ্রু লুকিয়ে
বেদনা নিয়ে অনেকে হাসে
আমার শহরে অসমাপ্ত আশা
প্রকাশ পায় দীর্ঘনিঃশ্বাসে।

আমার শহরে আজকাল
মানবতার নামে চেতনা ব্যবসা চলে
আমার শহরে জঞ্জাল 
বিতরণ হয় নানান কৌশলে।

আমার শহরে আমি আমার 
অধিকার খুঁজি ফিরি ঘরে
আমার শহরে আমি আমাকে 
গড়ি শতবার ভেঙ্গেচুরে।

বন্দরনগরী,চিটাগাং

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment