কবিতা

আমি সাধারণ : জাহীদ হোসেন

আমি সাধারণ, যাদের সবাই আম জনতা বলি
অসাধারণের কথা শুনে হাত তুলে দেই তালি,
সহজ সরল পথটা আমার, তোমায় আমি চিনি
ঠগবাজীটা যদিও বুঝি, বলতে মানা জানি।

আমি সাধারণ, যার জীবনে শুধুই পরিহাস
যায় না বুঝা হাসি-কান্না, শুধুই উপহাস,
অল্প পেয়ে তুষ্ট থাকি, নেইকো কোনো ক্ষোভ
সাদা-সিদা চলাফেরা, কষ্টে খুঁজি সুখ।

সাধারণ তাই বিচারহীনতায় ডুবে মরতে হয়
আইনের মারপ্যাঁচ আর কালো টাকায় ভয়,
অনাচারে ডুবে মরলে,শোকে আমি পাথর হই
চুপ থাকাই নিরাপদ, দুঃখ পেলেও কাতর নই।

সাধারণ আর অসাধারণের ‘স্রষ্টা’ যদিও এক
ব্যবধানটা যাচ্ছে বেড়ে, কোথায় যেনো ফাঁক,
আমায় যদি দাও অধিকার, ঠিক তোমার মতো
ব্যবধানটা যাবেই কমে, যদি এই সত্যিটা মানো।