কবিতা

আলোর বৃত্ত || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

নিকষ কালো অন্ধকারে দাঁড়িয়ে আছি আমি 
কোথাও কিছু দেখা যাচ্ছে না 
একটা আলোর বৃত্তের মাঝে আমি স্থির দাঁড়িয়ে আছি ;
বৃত্তের বাইরে আসার পথ নেই–
আমার চোখের উপরে নিপাট অন্ধকার রাত্রির মতো তমসায় ঢেকে আছি 
তিমির বিদারী কেউ নেই !
অথচ, তুমি আছো আঁধারের পারে 
দেয়ালে ঝোলানো ছবির মতো 
নিশ্চল অপলক ;
সরীসৃপের চোখের মতো

আমি কি বৃত্তের বাইরে যেতে চাই ?
এই বৃত্তই আমার জগৎ ।
এখানেই আমার জাগতিক 
অথবা লৌকিক জীবনের স্বাভাবিকত্ব ,তুমি,ও তোমার অস্তিত্ব বিচার স্বাপেক্ষ;
তবুও মন চায় বেরিয়ে যেতে 
নিবিড় রমণীর কাছে 
যে আলোর বৃত্তের ওধারে রয়েছে 
কারো প্রতীক্ষায়।

পশ্চিম বঙ্গ,ভারত

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment