ছড়া

ইচ্ছেফড়িং

সুলেখা শামুক

ইচ্ছেফড়িং দিচ্ছে উড়াল

মেঘ দিয়েছে ডাক,

পায়ের নিচে হুক্কাহুয়া

খেঁকশেয়ালের হাঁক।

হায়েনা আর শকুন মিলে

গাইছে জোরে গান

তাই না শুনে বনমোরগের

উষ্ঠাগত প্রাণ।

উড়ছে ফড়িং তিড়িংবিড়িং

শকুন পিছুপিছু,

ফড়িং কি আর ডরায় মশায়

বাঘ কি বানর কিছু?

ফড়িং উড়ে ক্ষণিক দূরে

চিল দিয়েছে যোগ

সিংহমামা বসে আছেন

কখন পাবে ভোগ!

উড়ছে জোরে উড়ছে সবাই

কে যে কারে ধরে

মেঘগুলি সব একে একে

যাচ্ছে সরে সরে।

ঈশানকোণে ডাউস ঘুড়ি

উড়তে ছিলো বেশ,

ইচ্ছেফড়িং তার লেজেতে

ধরলো অবশেষ।

চিল শকুনের উড়াউড়ি

ঘুড়ির লেজে ফড়িং,

তাইনা দেখে আনন্দেতে

নাচে বনের হরিণ

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment