কবিতা

ইতিহাস নিরবে কাঁদে : জাহীদ হোসেন

ইতিহাস নিরবে কাঁদে, মুখ ঢাকে লজ্জায়
সাড়ে তিন বছরের স্বাধীনতা যখন হারিয়ে যায়,
তাহলে কেনো লক্ষ মানুষ জীবন বিলিয়ে দিলো
তাহলে কেনো মা-বোন সেদিন বস্ত্রহারা হলো!
সেদিন ভোরে সবাই ঘুমে, সূর্য উঠার আগে
মুজিব নামের স্বাধীনতার ঐ সূর্যটা যায় ডুবে,
বজ্রকন্ঠের সেই তর্জনী, দেখো গড়াগড়ি খায়
স্বাধীনতার সেই অমর কবি সিঁড়িতে লুটায়।
ছোট্ট রাসেল খুনিকে বলে,মা’র কাছেযাবোআমি
তুমি ‘ডালিম’ যতই ঢাকো মুখ, তোমায় আমি চিনি,
মায়ের হাতের খাবার খেয়েছো, আমার পাশেই বসে
ইনিয়ে বিনিয়ে বলেছো কথা, মায়ের পা দু’টি ছুঁয়ে।
এবার শেষ গুলিটার শব্দ, চারিদিক নিস্তব্ধ
মাকে জড়িয়ে রাসেল ঘুমায়, চিরদিনের জন্য।
খুনিরা আপন হয়! খুনিরা কী আপন হয়?
মীর জাফরের রক্তে ওদের বারবার জন্ম হয়।
সবাই কী গুলিতে মরে! সবাই কী হারিয়ে যায়!
মহামানবের রক্তের দাগ ভাসে দূর নীলিমায়,
পরাধীনতার নাগপাশ থেকে যারাই মুক্তি খুঁজে
বংগবন্ধুর তর্জনীটা তাঁদের হাতিয়ার হয়ে উঠে।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment