ধূলায় ধুসর আমাদের এই প্রাণের শহর
কার আগে কে ছুটবে, সেই গাড়ির বহর,
এ্যাম্বুলেন্সও আটকা পরে ট্রাফিক জ্যামে
কাঁদছে শিশু মায়ের কোলে ভিজছে ঘামে।
করছে হিসু ভদ্রলোকে, ঠাঁয় দাঁড়িয়ে
যাচ্ছে নারী পাশ কাটিয়ে মুখটা ঢেকে,
বাচ্চা কোলে নিথর, নারী হাতটা পাতে
পথশিশু ঘুমায় কোথায় গহীন রাতে!
জ্বালানি তেল হয়ে যেনো নদীর পানি
ভাগ্য মোদের বদলে দিবে রাতারাতি,
নদী নালায় কী আসে যায় ভরে গেলে
বুড়িগঙ্গাও হচ্ছে বুড়ি নিদান কালে।
উন্নয়নের ফসল ফলে বারোমাসি
তাই মোরা ঢাকাটাকেই ভালোবাসি,
ফুল-ফলের চাষ হচ্ছে বাড়ির ছাদে
মাটির মানুষ মাটি ছেড়ে মরণ ফাঁদে।
নাক ডেকে ঘুমায় মোদের নগর পিতায়
শব্দ দূষণ, বায়ু দূষণ কী আসে যায়,
আমরা আছি ‘মহাসুখ’-এ ঢাকাবাসি
আয়ু কমলেও হায়াতজোরে বেঁচে থাকি।
ঈদ এলেই মানুষ ছোটে গাঁয়ের পথে
জাগে প্রাণ, ঢাকা ফিরে আপনরূপে
আমরা যারা ঢাকায় থাকি অলস রাতে
ঢাকা কেমন জেগে থাকে, নতুন লাগে।
(সবাইকে ঈদের শুভেচ্ছা)
আপনার মন্তব্য লিখুন