ছড়া

একুশ এলো || রুহুল আমিন রাকিব

একুশ এলো একুশ এলো
শিমুল পলাশ ফুলে,
পাখি ডাকা মিষ্টি ভোরে
শীতের চাদর তুলে।

একুশ এলো একুশ এলো
মায়ের চোখে পানি,
একুশ তারিখ গর্ব মোদের
সবাই কিন্তু জানি।

একুশ এলো একুশ এলো
ভাই হারানোর শোকে,
রক্ত রাঙা প্রভাত বেলায়
লাল রবিটা এঁকে।

একুশ এলো একুশ এলো
রক্ত নদী বয়ে,
ছেলে হারা শোক ভুলে মা
বাংলা ভাষার জয়ে।

একুশ এলো একুশ এলো
শত প্রাণের ঋণে
মায়ের মুখে ফুটলো হাসি
এমন জয়ের দিনে।

একুশ এলো একুশ এলো
নতুন বইয়ের ঘ্রাণে
গল্প কথায়,কাব্য ছড়ায়
লেখক,কবির প্রাণে।

সফিপুর,গাজীপুর