কবিতা

তোমার কন্ঠ মৃত || মানজারুল ইসলাম দুলাল

শান্ত নায়ের শান্ত মাঝি
আমি বড় একা।
আমার ঘাটে ভিড়াও নাও
দাও না কেন দেখা?

সকাল বেলা ঘুম ভাঙিলে
তোমার ঘাটে হাজির
সকল রাজা পার করিলে
ফেললে খাতায় বাকি’র!

দুপুরের খরা রৌদ্রে তোমার-
ঘাটে স্নান করিতে চাই।
সকল রাণী স্নান করিলো
আমার জায়গা নাই।

বিকেল হলে তোমার ঘাটে
লোকের সমাগম।
গঞ্জে থেকে ফিরছে মানুষ
যায় যেন গো দম।

সন্ধ্যা বেলা তোমার ঘাটে
কান্নার ধ্বনি আসে।
গিয়ে দেখি কালুর বাবা
মৃত শয্যায় ভাসে।

রাজার ছিল তাড়া তোমার
নৌকা নিয়ে গেল
কালুর বাবার হয়কি যাওয়া
আর না যাওয়া হল।

মৃত্যুর মুখ দেখেও যারা
করছে অবহেলা।
তাদের ও একদিন হবে মরণ
ফুরায় যখন বেলা।

রাজিবপুর,কুড়িগ্রাম