কবিতা

যদি বাঁচতে চাও || সাইফুল ইসলাম সাইফ

আতঙ্কে ভরা আমার পৃথিবী

কখন কী জানি কী হয়?

ভয়ে ভরা তোমার পৃথিবী

কখন যেন ধর্ষণের ভয়ে মৃত্যুর পথে হাটো।

 

ধর্ষণ! সে কী শুধু শরীর ঘিরে?

নাকি তোমার স্বপ্নের পৃথিবী খুবলে খাওয়াও ধর্ষণ?

 

যদি তাই হয় হে নারী- তবে তুমি পা ফাঁপরে, কোমরে হাত রেখে বিদ্রোহী হও।

আমি আর আতঙ্কে রাত্রি যাপন করতে চাই না,

আমি শান্তির পৃথিবী চাই

তুমিও চাও ভয়হীন পৃথিবী।

 

আমার শান্তির পৃথিবী আর তোমার ভয়হীন পৃথিবী গড়তে; তোমাকে চোখ রাঙিয়ে স্বার্থবাদীদের অস্তিত্ত্বে আঘাত হানতে হবে।

 

যদি স্বার্থবাদীরা তোমাকে বেয়াদব,পতিতা বলে চিল্লায় তবুও ভয় করো না যেন; আমি আছি তোমার পাশে।

তোমাকে একবার বেয়াদব,পতিতা বললে আমি তোমায় শতবার লক্ষ্মী বলব।

হে নারী পা ফাঁপরে,কোমরে হাত রেখে,চোখ রাঙিয়ে বিদ্রোহী হও,যদি বাঁচতে চাও।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment