অন্ন ছিল না তার ঘরে,
খালি আখায়
জল পাতিলে জ্বালচ্ছিল ।
রাস্তা দিয়ে যাচ্ছিল ডলার ব্যবসায়ী,
ক্ষধার জ্বালায় ব্যবসায়ীকে ডেকে বলে ,
কিছু পয়সা দেন অন্ন নেবো ।
চোরাই গরুর টাকায় বাড়ি ভর্তি,
পাঁচ তলা ফাউন্ডেশন করা বাড়ি,
হাই ফাই গাড়ি,
খালি শহর আর বাড়ি,
শহর আর বাড়ি
অঢেল জায়গায় বাড়ি কিনেছে তাড়াতাড়ি ।
জোব্বার মাথায় টুপি ,
পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে দেখি ।
রাত্রে বাড়িতে ডলারের টাকা ভাগাভগি,
সমাজে এরাই সমাজপতি ।
তাই তো বলি আঙ্গুল ফুলে কলাগাছ ,
মুখে মধু অন্তরে বিষ ,
এরাই সমাজের সর্বনাশের কিট ।
এরাই প্রশাসনের কাছে সৎ,
একবার ফিট ,
এরাই ফোর টুয়েন্টি ৪২০ ।
১১/১২/২০২২
আপনার মন্তব্য লিখুন