প্রবাস ডেস্ক:
কানাডার জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফরোজা হোসেন। আগামী ২১ অক্টোবর দেশটির অশোয়া আসনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।
তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ক্ষমতাশীল লিবারেল পার্টি থেকে অশোয়া আসনে মনোনয়ন পেয়েছেন।
আফরোজা আশা প্রকাশ করে বলেন, ‘কানাডা অভিবাসীদের দেশ, আমরাও অভিবাসী আর আমার দলও অভিবাসী বান্ধব। সে জন্যই আমি লিবারেল পার্টির সঙ্গে যুক্ত হয়েছি।’
তিনি বলেন, ‘বিগত চার বছরে জাস্টিনের সুশাসনই লিবারেল পার্টিকে আবারও বিজয়ী করে দেবে বলে আশা করি। কারণ, কানাডিয়ানরা জাস্টিন সরকারের সুফল পেয়েছে।’
উল্লেখ্য, আফরোজার স্বামী মোয়াজ্জেন হোসেনসহ ৩০ বছর আগে কানাডায় পাড়ি জমান। তিনি পড়াশোনা শেষ করে একাউন্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। সেই সঙ্গে কানাডার মূলধারার রাজনীতির সঙ্গে জড়িত।
আপনার মন্তব্য লিখুন