ছড়া

খোকার খুশি || রুহুল আমিন রাকিব

শরৎ এলো শরৎ এলো
খোকা কি যে খুশি,
খুশির চোটে খোকা বাবু
মাথায় মারে ঘুসি।

খোকার এমন কাণ্ড দেখে
মিয়াও ডাকে পুষি,
ওদের কাণ্ড দেখে
মুচকি হাসে তুষি।

তালের পিঠা খাবে খোকা
মায়ের হাতের রান্না,
সকাল থেকে তাইতো খোকা
করছে শুধু কান্না।

কাঁশ ফুল ছুইবে খোকা
আরো শাপলা ফুলও,
নদীর জলে কাটতে সাঁতার
করবে না খোকা ভুলও।

এ’সব ভেবে খোকার যেন
নাওয়া খাওয়াও বন্ধ,
খোকা যাবে গাঁয়ে ফিরে
তবেই ফিরে পাবে ছন্দ!