ছড়া

খোকা খুকু || রাফসান কবির রাসেল

খোকা খুকু যায়,
একটা ছোট নায়।
একজনে দাঁড় বায়,
খুশির সীমা নাই।
~
তারা দুই ভাই বোন,
হাসি খুশি মন।
তাদের একটা পণ,
চল্ স্কুলে যাই।
~
পেলে ছুটির দিন,
মুখ হয়না মলিন।
নাচে যে তা ধীন,
চল্ সত্যের গান গাই।
~
গরিব দুঃখীর পাশ,
তাদের যেন বাস।
সত্যের করে চাষ,
মিথ্যার দেয়না ঠাঁই।
~
দেখলে তাদের মুখ,
ফিরে স্বচ্ছ সুখ।
মুছে সকল দুখ,
শান্তি আসে তাই।