কবিতা

খোয়াই-বলে নি || কাকলী দাস ঘোষ

খোয়াই বলে নি
তোর জন্য নুড়ির পথ রাখিনি , তবু নদীটা হারিয়েছি।
আকাশটা বৃষ্টি চায় নি ,
তবু মেঘ জমেছিল।
শরতে একটা শেফালি ফুল খোয়াই -বুকের সব আদর শুষে নিল , নদীটা ফিরে আসতে চেয়েছিল আর ফিরতে পারেনি।
বর্ষায় মেঘ বৃষ্টি নামালো , বৃষ্টির নরম ক্রিস্টাল অর্ণবের সব আদর মেখে নিল , আকাশটা জলভরা মেঘ ধরতে চেয়েছিল -পারেনি।

ভারত