ঘর বন্দী এক বিকেল ছিলো আমারও
কিছু গাঢ় অন্ধকার এসে ভাসিয়ে নিলো চোরাবালিতে।
গৃহত্যাগী মনচোরা মন ক্ষণে ক্ষণে পোড়ে।
জানো তো বর্ণময় রক্ত আরক্ত সন্ধ্যার জঠরে
তৃণমূল বেদনা নিয়ে আসে।
দু চোখের নীল বেদনায় জড়িয়ে থাকে
জল আর তুমি!
বেহায়া বিকেল আসলেই আমি মরে যাই!
আজ থেকে কতকাল হলো
আমরা আকাশ বদল করেছি!
জানো তো আমি এক প্রকাণ্ড দুপুর জ্বেলে
দুঃখ খেয়ে বেঁচে আছি….।
আপনার মন্তব্য লিখুন