কবিতা

চলে যাওয়া || বাপ্পি সাহা

ফিরতি পথে দেখলাম একটি লাশবাহী গাড়ি,
ভাবলাম জীবনটা কতটা করুণ।
নিয়তি কি আজ হাসবে না কাঁদবে।

হয়তো এমনি করে একদিন আমাকে বয়ে নিয়ে যাবে দূর থেকে দূর,
অথবা কাছাকাছি কোনো এক শ্মশান ঘাটে,
বা কোনো এক কবরস্থানে।
তখন জীবনের শুরু আর শেষ
সব এক হয়ে যাবে।

কেউ কাঁদবে কেউ হাসবে,
কেউ দিবে মিছে মায়া,
জড়াবে নিজের অজান্তে।

হায়রে দয়াল তোর এই বিশাল আসমান জমিনে থাকবে না আমার কোনো দাম।
এত অহংকার, এতো সুখ দুঃখের বিশাল অট্রালিকা কি ছিল !
কি আছে,
কি যাবে,
কি থাকবে।

আহারে পৃথিবী সব কিছু ঠিক রবে,
শুধু আমি ছাড়া।
বিশাল মেঘে আর ঘুড়ি উড়বে না আমার,
হাতে রঙ ছড়াবে না আমার মত রোদেলা বৃষ্টিতে।

বিশাল এই ভূখণ্ডে একদিন থাকবে না আমার অস্তিত্ব,
চলে যাবো কারো ভালবাসা,
অথবা কারো দেয়া অবহেলাগুলো নিয়ে . . .

সম্পাদক-কবিয়াল
নারায়নগঞ্জ