আত্মপরিচয়
-শফিকুল ইসলাম শফিক
বাবার নামটি জসিমুদ্দিন মাতা সুফিয়া
শোধ হবে না দিলেও যে ঋণ হাজার রুপিয়া।
আমরা শুধু ভাই দুটি যে নেইতো কোনো বোন
বোনকে ছাড়া যতই আঁকি হয় না সমকোণ।
বড় ভাইয়ের নেই তুলনা সোহেল তারি নাম
নিজের চেয়েও আমার কথা ভাবে অবিরাম।
নওগাঁ জেলায় বাড়ি আমার গ্রামটি কনইল
এই গাঁয়েতে ভালোবাসার খুঁজে পেলাম মিল।
একই জেলার নানার বাড়ি তিনটি মামা আছে
কাকে ছেড়ে বায়না ধরি যাব যে কার কাছে?
আমার বড় খালার বাড়ি নানার পাশের গাঁয়ে
নানার বাড়ি গেলেই সেথা চলি পায়ে পায়ে।
একই জেলায় পদ্মপুকুর ছোট খালার বাড়ি
মায়ের মতো খালা আমার ভুলতে কি আর পারি?
অনেক কাছে ফুপুর বাড়ি বাড়ি মৈনম হাটে
কার বাড়িতে যাব এবার ভেবেই সময় কাটে।
আপনার মন্তব্য লিখুন