ছড়া

আমার গাঁ || মো: সবুজ মিয়া

ঐ দেখা যায় সবুজঘেরা
আমার ছোট্ট গাঁ
ধানের পরে ধানের আবাদ
সোনালি তার গা !
পথের পাশে গাছের সারি
দেখতে দারুণ মিল
কচিকাঁচা গাছের নিচে
বসলে ভরে দিল!

আঁকাবাঁকা নদীর মেলা
হালকা হালকা স্রোতও
পুঁটিমাছে তিড়িং বিড়িং
খেলছে অবিরত!
মিষ্টিমধুর পাখির ডাকে
ভাঙে সবার ঘুম
হৃদয়পুরে শীতল আভা
আঁকে শৈত্য চুম!