ঈদের বোনাস পাচ্ছে যারা
কিনছে কত কিছু
করিম মিয়ার নাই রে
বোনাস অভাব পিছু পিছু।
ছেলে মেয়ের বায়না এখন
ঈদের জামার আশে
দিন মজুরে দিন আনে খায়
নয়ন জলে ভাসে।
সান্ত্বনা দেয় করিম মিয়া
কষ্ট গুলো দেখে
গরিবের ঈদ পুরান জামায়
আতর সুবাস মেখে।
যা পায় টাকা তা দিয়ে তো
সংসার চলে তবে
প্রতি ঈদে নতুন জামা
কেমন করে হবে?
চুমু দিয়ে বলে এখন
পান্না হীরা মাণিক
ঈদের দিনে কোরমা পোলাও
রান্না হবে খানিক।
গরিব দুখীর পাশে দাঁড়াই
নয় রে কথার কথা,
ওদের জন্য মমতা হোক
বুঝি দুখীর ব্যথা।
কনইল, ভীমপুর, নওগাঁ
আপনার মন্তব্য লিখুন