ছড়া

খোকার স্বপ্ন || রুহুল আমিন রাকিব

আজকে খোকা অনেক খুশি

স্কুলে রোজ যাবে,

স্কুলেতে পড়বে পড়া

ঝাঁলমুড়ি ও খাবে।

 

পড়ার ফাঁকে-ফাঁকে খোকা

ফুল,পাখিদের আঁকবে,

সত্য ন্যায়ের পথে থেকে

বড় হতে থাকবে।

 

মানুষের মতো মানুষ হবে

এইতো খোকার আশা,

সবার মাঝে থাকবে মিশে

দেখাবে পথের দিশা।

 

সবার সুখে হবে সুখী

নয়তো নিজের সুখে,

খোকার কথা ছড়িয়ে যাবে

সবার মুখে মুখে।

 

সফিপুর,গাজীপুর