ছড়া

শরবত || শফিকুল ইসলাম শফিক

কেউবা বা‌ড়ি শরবত বানায়

পেট ভ‌রে কেউ পান ক‌রো,

কেউবা খোলা প‌রি‌বে‌শে-

সব বয়সী হই জ‌ড়ো।

 

লেবু শরবত বা‌ঙ্গি শরবত

গরমকা‌লে পান ক‌রি,

ট‌মে‌টো ও বে‌লের শরবত

কোথায় পা‌বো পথ ধ‌রি।

 

কারও কাঁচা আ‌মের শরবত

হাওয়ার মা‌ঝে ঘ্রাণ উড়ায়,

কারও পাকা আ‌মের শরবত

দে‌খলে প‌রে প্রাণ জুড়ায়।

 

কামরাঙ্গা ও কমলা শরবত

কোথায় পা‌বো চোখ খু‌লি,

টক-মি‌ষ্টি আম তরমুজ শরবত

কেউ কি ব‌লো নাম ভু‌লি?

 

গু‌ড়ের শরবত চি‌নির শরবত

দেখ‌তে পা‌বো দেশ জু‌ড়ে,

আনার‌সের আছে শরবত

জাগ‌লো পরাণ কোন সু‌রে!

 

কনইল, ভীমপুর, নওগাঁ।