ছড়া

ছড়া : স্বপ্ন পাখি || বাউল মজনু

মনে মনে স্বপ্ন আঁকি
মনের খাঁচায় সোনার পাখি
পুষবো যতন করে,
সেই আশাতে মনের দুয়ার
রাখি খোলা করে।
ডাকবে পাখি মনের সুখে
দু চোখ ভরে দেখবে লোকে
কত ভালোবাসি!
কবে হবে আশা পূরণ
রঙ্গিন স্বপ্নে ভাসি।
স্বপ্ন ডানায় উড়াল দিয়ে
দেখবো ভূবন আশা নিয়ে
স্বপ্ন বসত গড়ি,
সেই পাখিটার পথের পানে
সদা নিরিখ ধরি।
আসববো পাখি আমার হয়ে ভালোবাসবো সকল সয়ে
ভালো কিংবা মন্দ,
জীবন গড়ব সুখে দুখে
থাকবে মনে ছন্দ।

মির্জাপুর,টাঙ্গাইল