ছড়া

টুনটুনি ও টুনটুনি || রুহুল আমিন রাকিব

টুনটুনি ও টুনটুনি
লাফিয়ে ক্যান চলো,
গুন গুনিয়ে একা একা
কি গান তুমি বলো?

ছোট গাছের ডালে তুমি
সুন্দর বাসা বুনো,
কোথায় আবার চলছো
একটু দাড়াও শুনো।

বাসায় তোমার কয়টা ছাও?
নাম রেখেছ কি যে?
বৃষ্টি এলে কেমনে থাকো
ছানা গুলো কি ভিজে?

অনেক ছোট হলেও তুমি
দেখতে অনেক ভালো যে,
মিষ্টি সুরে ডাকলে তুমি।

সফিপুর,গাজীপুর
ফুটে ভোরের আলোযে