অণুগল্প

ডিজেল চালিত গাড়ি : সাখাওয়াতুল আলম চৌধুরী

– এটা কোনো কথা? এক লাফে তেলের দাম এতো বাড়ানো?
– আরে ভাই আর বলবেন না। দেশটা এখন মগের মল্লুকের চাইতেও খারাপ।
– মগের মুল্লক নয়, বলুন জালিমের মুল্লুকে পরিনত হয়েছে।

তেলের দামের হঠাৎ মূল্যবৃদ্ধিতে চারিদিকে হুলুস্থুল কারবার। কম্পিউটারের দোকানের পাশেই এই নিয়ে কয়েকজনের কথাবার্তা চলার মাঝেই রহমত সাহেবের প্রবেশ। উনি দোকানে গিয়েই একটা কম্পোজ করার কথা বললেন। দোকানের ছেলেটা উনাকে একটু অপেক্ষা করতে বললে তিনি দোকানের বাইরে এসে দাঁড়ালেন।

উনাকে দেখেই একজন হই হই করে বলে উঠল, – আরে রহমত ভাই আপনাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। একজন বলে উঠলো
– কেন?
– কেন আবার, উনার তো গাড়ির ব্যবসা। তেলের যে দাম বেড়েছে, তাতে তো পাবলিক এতো পয়সা দিবে না।

এই কথা শুনে হতাশার সুরে দীর্ঘশ্বাস ছেড়ে রহমত সাহেব বললেন,
– আর বলবেন না, এই গাড়ির ব্যবসা করে দেখছি দেউলিয়া হয়ে যেতে হবে। যেভাবে তেলের দাম বেড়ে যাচ্ছে তাতে মানুষ আর আমাদের টাকা দিবে না।

এরই মধ্যে রহমত সাহেবের ফোন বেজে উঠলে, তিনি মোবাইল নিয়ে এক পাশে চলে গেলেন। উপস্থিত জনতার একজন বলে উঠল,
– আরে তেলের দামের সাথে উনার সম্পর্ক কী? উনার তো গ্যাসের গাড়ি!
– কী বলেন, তাই নাকি? তাহলে তো উনি বেঁচে গেলেন।
– আরে ভাই আজকাল তেল আর গ্যাস সব একই রেট।
– কেন? গ্যাসের তো ভাড়া কম!
– ভাড়া কম কাগজে কলমে, বাস্তবে সবাই একই রেট নেয়।
– আমার তো মনে হয়না রহমত সাহেব এমন করেন। আমি যতদূর জানি উনি যথেষ্ট হক হালাল মেনে চলেন।

মোবাইলে কথা বলতে বলতেই রহমত সাহেব কাছে এসে দাঁড়ালেন। উনি এখনও মোবাইলে কথা বলছেন।
– আরে ভাই আমি মিথ্যা কথা বলতে পারবো। প্রয়োজনে আমার থেকে আরও টাকা নেন। তারপরও আমাকে মিথ্যা সাক্ষী দিতে বলবেন না। এই বলে মোবাইল কেটে দিলেন। তারপর উপস্থিত জনতার দিকে তাকিয়ে বলেন, দুনিয়া আর দুনিয়ার মতো নেইরে ভাই।

উপস্থিত সবাই মাথা নেড়ে সম্মতি জানালেন। যেন এই দুনিয়ায় তারা কয়েকজন ছাড়া সবই অসৎ! এই অবসরে দোকানের ছেলেটি রহমত সাহেবকে ডাক দিয়ে ভিতরে নিয়ে গেলো।
– আংকেল কী কম্পোজ করবেন?
– বেশি কিছু না। এক‌টি লাইন লিখে কয়েকটা কপি বের করে দাও।
– জ্বী আংকেল বলুন কী লিখবেন।
– শুধু লিখবে যে, “ডিজেল চালিত গাড়ি।”

এটা শোনার পর ছেলেটি অপ্রস্তুত হয়ে গেলো। যেন এখনই তার মুখে কেউ ডিজেল ঢেলে দিয়েছে! কেননা এতক্ষণ বাইরের কথোপকথন গুলো তার কানে ঠিকই আসছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠল “ডিজেল চালিত গাড়ি।”

সাখাওয়াতুল আলম চৌধুরী
১০ আগস্ট, ২০২২
পতেঙ্গা, চট্টগ্রাম।