ভীরু, স্মরণের
স্মরণের কারণ নয় কার্যকরণ
চলতে থাকা প্রবাহ কখনো কখনো
বাঁক খোঁজে, খোঁজে বিরাম ।
একটানের চলা কোন বস্তুতে বিদ্যমান জগতপ্রভায় ?
থামাতে হয় জাগতিক টান ।
যে জন ভাবে তারে কদর
সে জন সেই ভূয়াদর্শে ভীরু, স্মরণের ।।
বদলাও
আগে পাওয়ার মানিক
পাঁচ টাকা বাড়তির মর্মকথা বুঝেনা ।
বোবা বোনে থাকা তার স্পর্ধার নয় কখনোই
নাপিতের নৃবিদ কোন অবদানের, বিদ্যাশিক্ষা কী হড়িমাটি ?
শঙ্করবাবু এবার তোমার গুমান ছাড়ো
নয়তো পলি কমাবে আয়মন্ত্রনার ।
বিপরীতের জমিনে সাধুতার চাষ পাবেনা, বদলাও ।।
পরম
দিবারাত্রি আলোর দমকল হতে ঝরে পরা জোছনায়
গা ভেজানোর পূর্বাশা সব মনের বাসিন্দা এখন ।
কফির দোকানের চাচা কামরুলও ।
বিরতি বিরাট অন্তর শেষে মুখ দেখালে
কফির জিয়ারতে বলে- বহুদিন গতো হয়েছে
আমাদের এই অমানিশা মহলে রৌদ্ররস ছড়ানো হয়নি ।
হাসির জোছনা ধরে রাখা দায় হয়ে পড়ে ।
জোছনা জোছনায় সাংঘর্ষিক না হয়ে যায় যেনো !
এসেছি, বসেছি, বলেছি-
ভুলিনাই শেষবারের কফির গরম ধোঁয়া আর
আপনার পরম আতিথয়তার মধুর কথা ।।
মনিরুজ্জামান প্রমউখ ।
হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ ।
পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর ।
আপনার মন্তব্য লিখুন