কবিতা

দূরত্বের ধর্মঘট || সোহেল হামজাহ

আজকাল আচমকা কেঁদে উঠো –

কিসের এতো দুঃখ তোমার!
যদি তাঁর অর্ধেক আমাকে সযত্নে দিতে;
উপকৃত হতাম অত্যন্ত।

অন্তরালে উঠতোনা অবহেলার ঝড়,
পালন হতোনা দূরত্বের ধর্মঘট।

মানুষে শোনবে বোলে কান্না,
লুকিয়ে পড়ো তুমি নকশীকাঁথার ভাঁজে।
তোমার নীরব কান্নায় প্রাণ হারায়;
সুতোই আঁকা বিলাসবহুল অর্কিড ফুল।

অশ্রু বিলাও চুপচাপ বালিশে,
তবু প্রকাশ কেন পেয়ে যায় লুকোচুরি;
বালিশে লেপ্টে থাকে কাজলের দাগ।

আপন মানুষ জেনে যায়-
তারপর
বুকে উঠে ফুটে কৃত্রিম ব্যথা।

অশ্রু মুছে ফেলো
এবং ফিরে এসো ‘অন্তরা’ অন্তরায়,
পথ পানে চেয়ে আছি তোমার অপেক্ষায়।

ব্যথাদান।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment