ফেসবুক স্ট্যাটাস

ধর্ষণ না হলে সরকারের অসুবিধে কী!

তাসলিমা নাসরিনের ফেইসবুক থেকে নেয়া:

ভারতে নতুন একটি আইন হয়েছে মাসাজ পারলারগুলোয় পুরুষকে নারী, নারীকে পুরুষ মাসাজ করতে পারবে না। আমার হাত পা তো মাসাজ হয়ে গেল আজ। বাকি যেটুকু রইলো তা মাসাজ করলে কোনও ক্ষতি ছিল না। সুইডিশ ক্লাসিক মাসাজ যতবারই নিয়েছি ইউরোপে, পুরুষ করেছে। মাসাজের বেলায় সেগ্রেগেশান কেন! একবার তো ভারতের এক সেলুনে এক মেয়েকে দিয়ে মাসাজ করাতে গিয়ে বিপাকে পড়েছিলাম। মেয়েটি হয়তো নিজে লেসবিয়ান, অথবা সে ধরেই নিয়েছিল আমি লেসবিয়ান, তা না হলে একটা মেয়েকে দিয়ে এত টাকা খরচ করে মাসাজ করাচ্ছি কেন। পুরো-শরীর -মাসাজ শুরু করার আগে আমার আন্ডারগারমেন্টস সে খুলিয়ে ছেড়েছিল। আসলে পুরুষ বা নারী যে-ই মাসাজ করুক, পেশাগত সততা থাকলে কোনও তো অসুবিধে নেই। আর যদি দুজনে মাসাজের সময় উত্তেজিত হয়েই পড়ে, যৌন সম্পর্কে উভয়ে রাজি হলে, জবরদস্তি কিছু না হলে, ধর্ষণ না হলে সরকারের অসুবিধে কী!