কবিতা

নন্দিনী || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

আমি তোকে ক্লিওপেট্রা ভেবে নীল নদে ভাসতে চেয়েছিলাম নন্দিনী।
আমি তোকে নেফারটিটি ভেবে হাজার হাজার বছর মিশরের বালির নিচে শুয়ে আছি
সর্ব কনিষ্ঠ ফারাও
তুতান খামেন।
তুই তো এলিই না প্রেয়সী আমার।
হাজার হাজার বছরেও প্রেম
রয়ে গেছে পিরামিডের গভীরে।
আমি তোর জন্য
নিজের হৃদয়ে গড়েছি পিরামিড।
আমি মার্ক এ্যান্টোনি হয়ে
তোর সাথে ভেসে যাবো
নীল নদের নীল জলে-
অলিম্পিয়াডে ডুয়েল লড়বো
শুধু তোর জন্য নন্দিনী-
আমি জানি এগুলো শুধুই স্বপ্ন,শুধুই স্বপ্নের জাল বোনা।
নন্দিনী তোর হেঁটে যাওয়া
তোর কথা বলা
তোর নীল শাড়ির আঁচলে
জড়ানো আঙ্গুল
পা টিপে টিপে নির্জন দুপুরে আমার কাছে আসা
গন্ধেশ্বরী নদীর তীরে বসা
এগুলো তো মিশরের কাহিনী নয় !
এসব তো দেখেছে নদী
পাড়ের খেজুর গাছে মাছরাঙা,
কনক ধুতরো ফুলের ভোমরা,
কলকে গাছের ছোট্ট হলুদ পাখি
আজকে যেন কেমন কেমন লাগে
আজকে কেমন কান্না কান্না লাগে।
নন্দিনী তুই আজও আছিস বুকের মাঝে
আজও আসিস সকাল সাঁঝে।

পশ্চিমবঙ্গ,ভারত

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment