কবিতা

নিয়তির অভিশাপ : জাহীদ হোসেন

আগের সেই দুঃসাহস আজ আমার আর নেই
শরীরের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ ধরে গেছে অজান্তে,
নেহায়েত মনের জোরে পথ চলা
আর আপোষ করে কথা বলা।

যদিও মন পাখির সুরে গান গেয়ে যায়
প্রেমিক পুরুষ সাজে, বসে নিরালায়,
মনের মাঝে জমানো নিখাদ প্রেম
আজও কেঁদে ফিরে দূর নীলিমায়।

কবিতার পাতা উল্টিয়ে পড়তে পড়তে কখনো
অজান্তে নিজের কথাই বেমালুম ভুলে যাই,
কখন যে সকাল-দুপুর গড়িয়ে রাত হয়
নিগুঢ় অন্ধকার আমায় হাতড়িয়ে বেড়ায়।

গভীর রাতের আঁধারে মানস পটে ভেসে উঠে
নিস্তব্ধ নীরবে দাঁড়িয়ে থাকা এই ঢাকা শহর,
অদ্ভুত ভাবনা আমার, গলিপথকে মনে হয়
জনারণ্যে বেয়ে চলা কালো কালো অজগর।

নিঃসংগতার হাত ছুঁয়ে বেরিয়ে যায় বিমূর্ত সময়
এখানে মানুষের অসহায়ত্ব নিয়ে খেলা হয়,
খেলা হয় আম-জনতার জীবন নিয়ে অবিরাম
তবু সময় বয়ে যায়,এযেনো নিয়তির অভিশাপ।

তারিখঃ ২৯/১১/২০২২

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment