কবিতা

নিষ্ক্রমণ || পিতাম্বর ধনঞ্জয় ঘোষাল

বার বার নিষ্ক্রমণ হয় ;
মহাভিনিষ্ক্রমণ —
তারপর আবার ফিরে
এসে হৃদয়ের উজ্জলতা
ক্ষয় করে ;
নিজেরেই করেছি ক্ষয়
নিরন্তর হারানোর ভয়
সূর্য ডুবে গেলে প্রথম আঁধারে
যেই পাখিদের নীড়ে ফেরার
ব্যস্ততা শুরু হয়
ডানার ঝাপটে ডাল পালা নড়িয়ে
তারা চলে যায়
চলে যায় আপনার নীড়ে
জানি আমি এই লোকে কোথাও
নির্জন শ্যামল কোনো স্থান নেই
আমরা তো পাখি নয়
আমরা তো ঈশ্বর নয়
তাই আমরা বার বার ফিরে আসি
মাটিতে — বিরুদ্ধ সময়ের কাছে
তবুও কোনো পথ নেই
মুহূর্ত গুলো কেটে যায়
ভালোবাসা হারিয়ে যায় —
হারিয়ে যায় জীবন — হারিয়ে যায় —
তারপর আবার ফিরে
এসে হৃদয়ের উজ্জলতা ক্ষয় করে
পান্ডুর ফ্যাকাশে জীবনে এসে
নিজেরেই করে চলেছি ক্ষয় ।

উখরা । বর্ধমান ।
পশ্চিম বাঙলা।