ভালবাসায় যার প্রত্যাশা বেশি তার কষ্ট বেশি
নোনা জলের গভীরতা খুঁজে, মুখে বোবা হাসি,
সব নদী কী পায় সাগরের মহা মিলনের স্বাদ
কেনো ছোটোখাটো অভিমানে হৃদয়ে আর্তনাদ।
সব ভালবাসায় পূর্ণতা নেই, প্রাপ্তি খুঁজতে নেই
সব ভালবাসায় মিলনের সুর নেই, ছন্দ নেই,
ভালবাসা কোনো শিশু শিক্ষার ধারাপাত নয়
ভালবাসা কোনো ভালো থাকার ছাড়পত্র নয়।
ভালবাসা মানে নিজের জন্য ভাল থাকা নয়
ভালবাসা মানে চাওয়া পাওয়ার পূর্ণতা নয়,
ভালবাসা পদ্মপাতার জল, বেহিসাবি যৌবন
চিরকাল আগলে রাখা দুঃখ জাগানিয়া মন।
ভালবাসা মানে হাজারো আনন্দ-বেদনার ছবি
বুকের মধ্যে ঘুমিয়ে থাকা অমর কাব্যের কবি,
দৃষ্টি থেকে দূরে হলেও সুপ্ত ভাবনায় জেগে রয়
শুধু অপেক্ষায় বেঁচে থাকা, সারাটি জীবনময়।
তারিখঃ ২৭/০৯/২০২২
আপনার মন্তব্য লিখুন