কবিতা

পদ্মা সেতুঃ গর্বে ভরা বুক । জাহীদ হোসেন

পদ্মা তুমি উত্তাল ঢেউয়ের খরস্রোতা এক নদী
হিমালয় থেকে সাগর পানে বয়ে চলো নিরবধি।
এ কূল ভাংগো, ও কূল গড়ো, প্রমত্ত যৌবনা
কত জনপদ বিলীন তবু, নেইকো চলার থামা।
তোমার বালুচরে আশা নিয়ে যখন বেঁধেছি ঘর
উত্তাল হয়ে ভাসিয়ে দিয়ে, আপন করেছো পর।

নদী মাতৃক বাংলা মায়ের তুমি কন্যা অপরূপি
তোমার রূপে মুগ্ধ মোরা, করেছো মোদের ঋণী।
কবিতা-গানে যুগ যুগ ধরে তোমায় মোরা স্মরি
তোমার বুকে ঠাঁই পেয়েছে গৃহহীন নর-নারী।
নৌকা ডুবে, জাহাজ ডুবে, তোমার প্রবল স্রোতে
স্বজন হারানোর কান্না, আজও ভাসে নিশিরাতে।

বাঙালীর স্বপ্ন ছোঁয়ার আজ সেই শুভদিন
সক্ষমতার পদ্মা সেতু, চির উন্নত শির।
দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে আত্মবিশ্বাসী মন
তুমি আমাদের স্বপ্ন সৌধ, গতিময় যৌবন।
তুমি আমাদের স্বপ্নসাথী, প্রিয়ার কাজল চোখ
পদ্মা সেতু তোমার মাঝেই স্বপ্ন পূরণ হোক।

বিস্ময়কর এই মহাযজ্ঞে পৃথিবী অবাক হয়
অনেকেই হয়তো ভেবেছিলো, এটা হবার নয়।
আত্মবিশ্বাসের পদ্মা সেতু, গর্বে ভরা বুক
অবাক হয়ে দেখি তোমায়, দেখি বাংলার মুখ।
রক্তে কেনা স্বাধীনতা আর টাকায় সেতুর দাম
পদ্মা কিন্তু রাখিস মনে শেখ হাসিনার নাম।