কবিতা সাহিত‌্য

প্রত্যাশী

প্রত্যাশী
সোহেল হামজাহ্

হে অনুরাগী –
মিটিয়া দিয়াছ ওগো প্রাণের স্বাদ- প্রেম প্রেম লুকোচুরি খেলাই; অস্তিত্বহীন বিনাশে_

ওগো সোহাগী –
ভাঙিয়া গিয়াছ প্রেমের বাঁধ; দু’ ফোটো অশ্রু ফেলিয়া,
মোর আঁখি জোড়া হাসে।

খুলিয়া দিয়াছি মনের দুয়ার! পাখির মতন পেখম-
মেলিয়া, যাও উড়িয়া,
অধরা অনিয়ন্ত্রিত নীলাকাশে_

আর নয়তো বা প্রস্থহীন সমুদ্রে তুমি না ফেলিয়া দম!
গভীর জলের মাছের মতন ছুটিয়া বেড়াও তলদেশে।

আর রইবো না বসিয়া,
তোমার পথ পানে চাহিয়া; ধৈর্যহীন হইব না অবেলায় ডাকিয়া, মিছে আশ্বাসে_

প্রেমহীন মন দেয়না দোলা
নিরাশায় কাটে অবেলা-
প্রেম প্রেম মিছে খেলা
প্রেমের মনে কত যে জ্বালা।

অতঃপর _
রাখিয়াছে প্রেম কঠিন প্রাচীরে হৃদয় ঘিরে বহুদিন পরিয়াছে আকাশের বাজ
প্রেম তাই আজ স্বাধীন।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment