ছড়া

বন্ধু মানে || রাফসান কবির রাসেল

বন্ধু মানে বেঁচে থাকার নতুন এক লড়াই,
বন্ধু মানে সুখে থাকার স্বার্থহীন বড়াই।

বন্ধু মানে যুগে যুগে প্রেরণার সঞ্চয়,
বন্ধু মানে ভাল কাজে উৎসাহের দুর্জয়।

বন্ধু মানে স্মৃতির খাতায় শতাধিক ছবি,
বন্ধু মানে পাশে থাকার শুভ্রতার রবি।

বন্ধু মানে ভালবাসা নয়তো এক চিমটি,
বন্ধু মানে ভালবাসার নব্যতার থিমটি।

বন্ধু মানে দিনে রাতে খুনসুটি কত,
বন্ধু মানে চিরকালের পথ-যাত্রী শত।