ছড়া

বন্যা || মানজারুল ইসলাম দুলাল

বন্যা কারো সুখের বীণা
আবার কারো দুখের।
বন্যা আসে আষাঢ় মাসে
আসলো আবার ফের।

বন্যা এলে মানুষ ভাসে
কান্দে অনাহারে।
বন্যা আসে আষাঢ় মাসে
কষ্ট শুধুই বাড়ে।

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment