—কিসে পড়ছ?
— প্রাইভেট ইউনি, বিবিএ,ফোর্থ সেমিস্টার।
—এত্ত দূর থেকে যাওয়া আসা করতে কষ্ট হয় না?
….গাড়ি দিয়ে যাই তো।মাঝে মাঝে নিজেই ড্রাইভ করি।
—কি ভাল লাগে?
….শপিং,পার্লারে সাজ আর বিদেশে ঘোরা।
—বই পড়ো?
….ধুর, হুদাই টাইম নষ্ট।
—ফিউচার প্ল্যান কি? চাকরী নাকি ব্যাবসা?
….রাকিবকে বিয়ে করব। তারপর পায়ের উপর পা তুলে খাব।
—রাকিব, ঐ যে ওর বাপ বিশাল ব্যাবসায়ী, পোলা সারাদিন বাইক নিয়ে ঘুরে, তোমার বয়ফ্রেন্ড?
…..হ্যালো,ও হুদাই ঘুরে না, ওর বাবা ওরে দিয়া কোন কাজ করায় না তাই ঘুরে।
— এই জীবনে তাহলে তোমার অর্জন কি?
…. আমি ২০১৬ সালে ক্যাম্পাস বিউটি প্রতিযোগিতায় রানার্স আপ ছিলাম।হুহ।
— সৌন্দর্য্য তো মেন্ডেলের সূত্রমতে তোমার বাবা মা এর বদৌলতে পাওয়া। জানতে চেয়েছিলাম তোমার অর্জন কি। ডোন্ট আস্ক মি, মেন্ডেল কেডা!!
… পড়াশুনা করছি, এগুলা কি আমার না!
—-হে হে হে,টাকার বিনিময়ে শিক্ষা অর্জন-ও তোমার গুণ!
ওকে,আচ্ছা, তুমি ট্রাম্পের বর্তমান অবস্থা জানো? সিরিয়ায় যুদ্ধের কি অবস্থা? জেরুজালেম নিয়ে কি ঘটছে ধারণা আছে?? আচ্ছা বাদ দাও,আমাদের রোহিঙা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বলে তোমার ধারণা?
…..ভাইয়া,এসব কি বলছেন।এইসব আলতু ফালতু জিনিস নিয়ে আমি ভাবব কেন।
—-আচ্ছা,কবিতা পড়? সুনীল কিংবা রুদ্র? হেলাল হাফিজের “অচল প্রেমের পদ্য” পড়েছ বা নির্মলেন্দুর কোন কবিতা?
….কবিতা অনেক লেম জিনিস।
— রাস্তার পাশে কোন টং এ বসে ঘরে ফেরা ঢাকা শহর দেখেছ?
….. ছি টং এর চা মানুষ খায় কিভাবে! বিশ্রী।
এভাবেই একজন টাকাওয়ালার ব্যার্থ কনডমের ব্যার্থতার ইতিহাস শুনে জীবনের মূল্যবান ১০ মিনিট নষ্ট হল। এরকম মানুষরূপী মস্তিষ্কহীন চারপেয়ের সাথে জীবনের আরো কিছু সময় কাটালে, দূর থেকে মৃত্যুকে ডেকে এনে হলেও আমি ইহজগত ত্যাগ করতাম।
#খন্দকার হাসান শাহরিয়ার
আপনার মন্তব্য লিখুন