জীবনের গল্প রঙের জীবন

বাদামওয়ালা-১

ঘুমিয়ে আছে নতুন শহর ঘুমিয়ে তবু আছে চারপাশ,
শুধু ঘুমহীন আমি,আমার দুচোখ তবু দেখি স্বপ্নবিলাস…

চারিদিক অন্ধকার,সুনসান নিরবতার মধ্য দিয়েও বাস গুলো ছুটে চলছে অনবরত নিজেদের গন্তব্যে। পিচ ঢালা প্রশস্ত পথ পিচের গন্ধ মেখে আমি আগুন্তক শহরের অচেনা পথে,অজানা স্বপ্নকে সামনে রেখে সংগ্রাম করার এক প্রকার প্রত্যয়ী মনোভাব, মনোবাসনাকে সঙ্গী করে শীর্ণকায় ব্যাগটিকে কাঁধে চাপিয়ে বাইপাস মোড়ে নেমে পড়লাম।

অজানা শহর,অচেনা পথঘাট ব্যস্ত রাজপথের মধ্য সারিতে টিমটিমে জ্বলা নিয়ন আলোর খুঁটি,পাশের একটা ভাঙা ঘরে টোকাইয়ের স্বপ্ন বিভোর ঘুম,সঙ্গী তিনটি কুকুর।কি নির্মম, নির্মল জীবন বিলাস? এই প্রথম আমি পথ ভ্রান্ত স্বপ্নবিলাসী তরুণ শহরের বুকে এঁকে দিলাম আনকোরা উকিলের পদচিহ্ন।

রাজপথেরপাশে ধূলোর আস্তরণ পদচিহ্ন এঁকে দেয়ার ধূলি কিছুটা শরীরে মেখে নিলাম। এ যে শিকড়ের টান, শিকড়কে ভুলে যাওয়ার দুঃসাহস। ধূলোর মাঝে লুটিয়ে থাকা পূর্ণতা প্রাণ, ঘুমন্ত শহরে আজ কেউ নেই, কেউ নেই আমার, আমাকে বরণ করার। তাইতো আমার আমিত্বকে বরণ করি বারংবার।

#নিচু তলার উকিল