সকল সত্যের মাঝে ভালোবাসা বাস করে!
সকল ত্যাগের মাঝে ভালোবাসা বাস করে!
সকল শান্তির মাঝে ভালোবাসা বাস করে!
আর ঈশ্বর ও ভালোবাসা কাছাকাছি থাকে!
আমি কবিতার প্রেমিক, কবিতা ভালোবাসি
আমার কবিতার বাস ঈশ্বরের কাছাকাছি।
আমি নির্মোহ সত্য-শান্তির এক শব্দসৈনিক
ভালোবাসার পতাকায় নিজেকে জড়িয়ে রাখি।
ভালোবাসার কাছে আমার সকল বিসর্জন
আমার বিত্ত, অহংকার, পরিশীলিত যৌবন,
ভালোবাসা আমার অপরিসীম সাহসের নাম
আমার আত্মবিশ্বাস আর আত্মার বাসস্থান।
ভালোবাসার জন্য যতো ত্যাগ, ধ্যান ও জ্ঞান
আমার চাওয়া-পাওয়া, আমার মান-অভিমান,
ভালোবাসা অবিচল, অনমনীয় এই আবেগী মন
অবিশ্বাসের ঊর্ধ্বে ভালোবাসার বিজয় সোপান।
তারিখঃ ২০/১২/২০২২
আপনার মন্তব্য লিখুন