কবিতা

বিবর্তন || সুমন আহমেদ

অমাবস্যার সবটুকু ঘোর অন্ধকার গ্রাস করেছে আমাকে,
যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে পৃথিবীর সমস্ত আয়োজন।এখন আর শ্রাবণের বৃষ্টি জলে ভিজে না- হৃদয় আঙিনা,
কেবল শুধু রাতের আকাশে মেঘ দেখলেই হৃদয় গর্জে উঠে;যেন এখনই ছিন্নভিন্ন করে দেবে জীবন অস্তিত্ব-
কালবৈশাখীর তুমুল ঝড়- মাতাল তান্ডব ধ্বংসলীলায়।
আমার নদীটা এখন আর বর্ষার যৌবন জোয়ারে ভাসে না,
রাতের আকাশের চাঁদটাও-
জোৎস্না ছড়িয়ে আগের মতো প্রাণখোলে হাসে না।
দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুণা চাতকটা- এখন আর থাকে না আসার পথচেয়ে; সূর্য ডুবার আগেই ফিরে যায় তার আপন নীড়ে।