কবিতা

বিশুদ্ধ রমণী বশীকরণ : জাহীদ হোসেন

আমার কাছে পৃথিবীর তাবৎ সৌন্দর্যের আধার তুমি
তোমার ঘামে চন্দনের গন্ধ নেই,চোখের তারাও নীল নয়
হাসিতে মুক্তা ঝরে না কভু, দু’চোখে ঝরে শুধু অগ্নিশিখা
তাই তোমার মাঝেই আমার সকল স্বপ্ন আঁকা।

তোমার পোশাকে ঝলমলে দ্যুতি নেই
তোমার হেঁটে যাওয়ায় মধ্যে অবাক করা দুলুনিও নেই,
তুমি নও কোনো নজর কাড়া আধুনিকা
তবুও তুমি আমার অমর কাব্যের কবিতা।

তোমার হাতের চুড়িতে জল তরঙ্গ বাজেনা কখনো
বিজ্ঞাপনের রঙিন চটক লাগেনি মুখের হাসিতে,
দেহ সৌষ্ঠবের বাঁকে নেই কারুকাজের কামনা
তবুও তুমি আমার রেটিনার কাঙ্ক্ষিত সীমানা।

তোমার ঠোঁট গোলাপের পাপড়ির মতো মোলায়েম নয়
তুলার মতো তুলতুলেও নয় হাতের তালু,
শীত-গ্রীষ্মের মাখামাখি নেই ঠোঁটের ভাজে
তবু আমি শুদ্ধ হতে চাই অবগাহন করে তোমার জলে।

তুমি ষোলো কলার কিছু জানো না, কিছুই বুঝো না
জানো না কোনো বিদেশি ভাষা কিংবা ব্যালে নৃত্য,
তোমার কাছে মাটি ও মানুষের গন্ধ পাওয়া যায় সত্য
তাই, তোমার উদ্যান ছাড়া আমি ভাবি না কোনো মর্ত্য!

তোমার মাঝে সৃষ্টিসুখ আছে, জলোচ্ছ্বাস আছে
তুমি হাজার ভিড়েও অনন্যা নারী, বিশুদ্ধ রমণী,
আর আমার এই ভালোবাসা বিজ্ঞানসম্মত জানি
তাই এসো দু’জনে মিলেমিশে একাকার হয়ে বাঁচি।

তারিখঃ ২০/০১/২০২৩

আপনার মন্তব্য লিখুন

Click here to post a comment