কবিতা

বীরপুরুষের লক্ষণ : আকিব শিকদার

বিদ্যুৎ চমক দেখে বজ্রাঘাতের ভয়ে
চক্ষু যতই বন্ধ করে রাখো —
বজ্র যদি তোমার গায়ে পড়ার হয় তবে তা তোমার গায়ে পড়বেই
মেঘে—গুরুগুরু শব্দ শুনে শঙ্কাভূত হয়ে
কানের ভেতর আঙুল যতই গুজে থাকো—
বজ্র যদি তোমার গায়ে পড়ার হয় তবে তা তোমার গায়ে পড়বেই।

তাই বলি ভাই তোমার কাজটি করে যাও
চোখ বুজে আর কানে আঙ্গুল দিয়ে একটি ক্ষণও থেমে থাকা নয়
শত্রু তোমার সেটুকু ক্ষতি করতে পারে—
যেটুকু তার সাধ্যে আছে; তবে কেন করো ভয়…!

বজ্রাঘাতে মৃত্যুর ভয়ে আছে, এবং আছে
চক্ষুকর্ণ বিকল করা শব্দ—আলোর মিশ্রণ—
তবে সেই আলোকে পথ চলতে কাজে লাগানো বীরপুরুষের লক্ষণ।