ছড়া

বৃষ্টি পড়ে || রুহুল আমিন রাকিব

         বৃষ্টি পড়ে

✍ রুহুল আমিন রাকিব

 

বৃষ্টি পরে বৃষ্টি পরে

গাছের শাখে কাছে দূরে,

দল ছুট ওই মেঘ গুলো

আপন মনে যাচ্ছে উড়ে।

 

আকাশ জুড়ে শব্দ করে

বিজলি গুলো আসছে তেড়ে

ব্যস্ত মানুষ ফিরতে ঘরে

ঘাটঘাট আর পথটা ছেড়ে।

 

বকের সারি ওই যে দূরে

বাতাস বেগে চলছে উড়ে,

রাখাল ছেলে উদলা গায়ে

ব্যস্ত ভীষণ ফিরতে নীড়ে।

 

বৃষ্টি পড়ছে রিম-ঝিমিয়ে

টিনের চালে ঝন-ঝনিয়ে,

হিমেল হাওয়া দিচ্ছে দোলা

তালের পাতায় শন-শনিয়ে

 

বৃষ্টি পড়ছে অনেক জোরে

সবুজ গাছে,ফসল জুড়ে,

এ ‘সব দেখে ভাবুক ছেলে

লেখছে ছড়া কলম ঘুরে।

 

সফিপুর,গাজীপুর