অন্তর কথন ছড়া

বৃষ্টি রাঙা দেশে ।। দুখু জুবায়ের

ঝিঙে ফুলে রৌদ লেগেছে, গত
দিনের বৃষ্টি শেষে
হাফ ছেড়ে সব হাসছে দেখো কত
পাখপাখালি এসে।

ঝোপ-ঝাড় শিউলি ফুল ফুটেছে বনে
সুগন্ধ তার ছড়াই
দোয়েল ও কোয়েল আর প্রেমিক মনে
সে সুগন্ধে ভরাই।

ঝুমকো জবা গোলাপ ফুল ফুটেছে
বৃষ্টি রাঙা দেশে
ফুলদানিটা ফুলে ভরে গেছে
বীজ ফলানো শেষে।

নদীর পানি উজান ভাটি, চলছে
মাঝিও গান বলছে
মিষ্টি সুরে গান গুলো সব, শুনছে
পারাপার ও হচ্ছে।

রাঙা প্রভাত বৃষ্টি রাঙা দেশে
আসবে’কে ভাই কেড়ে
সবুজ শ্যামল সুন্দর দেশে এসে
কেড়েনে সব নেড়ে।