তুমি বলেছিলে সাগর তোমার ভীষণ প্রিয়
আমি সেই সাগর পাড়েই বাঁধলাম সুখের ঘর,
সাগর কন্যার সাথেই কাটাবো সারাটি জীবন
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
তুমি বলেছিলে অরণ্য তোমায় কাছে টানে
আমাকে একটা গাছ হতে হবে সেই অরণ্যে,
আমি গাছ হলাম, আর ফুল-ফল, ছায়া দিলাম
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
তুমি বলেছিলে ভরা নদী ভাটিয়ালি গানের সুর
পাল তোলা নৌকায় ভেসে যেতে চাও বহু দূর,
আমি নদী হলাম, তোমার নৌকার মাঝি হলাম
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
তুমি বলেছিলে নীল আকাশে সাদা মেঘেরভেলা
তাঁদের সাথেই ভাসবে তুমি, কাটিয়ে দিবে বেলা,
আমি তোমার কথা রাখতেই নীলে মেঘ হলাম
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
সেই তুমিই ঢেউ হয়ে তছনছ করলে সুখের ঘর
ধ্বংস হলো সাজানো বাগান, স্বপ্নের বাতিঘর,
ঘূর্ণিতে হারিয়ে গেলো আকাশ-মেঘের মহামিলন
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
আমার শরীর-মন ভর করেছিলো তোমার ‘পর
আর সেই তুমিই হলে একটা তাপদাহের ঝড়,
মৃত্যু হলো আমার অনুভূতির, সুপ্ত আকাঙ্ক্ষার
তবু আমি চাইলাম, ভালবাসা হোক চির অম্লান।
আপনার মন্তব্য লিখুন